ঢাকা, ২০ ডিসেম্বর শনিবার, ২০২৫ || ৫ পৌষ ১৪৩২
good-food
৮৯০

মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৭ ১ জানুয়ারি ২০২০  

জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গোটা মধ্যপ্রাচ্যে নাহিদাই হবেন  বাংলাদেশি প্রথম কোনো নারী রাষ্ট্রদূত। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাহিদা পররাষ্ট্র ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনে তিনি রোম, জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি নেয়া নাহিদার ফ্রেঞ্চ ভাষার ওপরও দখল রয়েছে। তিনি নেদারল্যান্ডস থেকে পাবলিক ইন্টারন্যাশনাল আইন এবং ফ্রান্স থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর ডিগ্রি নিয়েছেন।

সাকসেস স্টোরি বিভাগের পাঠকপ্রিয় খবর